এই দুনিয়ার আজব খেলা'য়–
হার আছে, আর জিতও।
আমি, নেবো না কারোর পক্ষ,
শুধু, করেছি আমি লক্ষ্য–
কালকে শ্বাসে জীবিত যেজন,
আজকে সেজন মৃত।
কানায় কানায় ভরেছে গাগরা,
ভাবলেন সব'ই পূন্যে।
'আহা সব তা দেখছি সোজা',
তবে, মানতে নারাজ প্রজা
হিসাব কষে– দেখলেন রাজা
সব'ই কিছুই 'শূন্যে'।