আর লাগে না মন
এক কোণে ঠাসা জীবনটা
পেরোতে চায় বন।
আর লাগে না ভালো!
পঙ্গুময় জীবনটা–
খুঁজে নিতে চায় আলো।
তাইতো শিকল খুলে
দুইখানা পা সীমানা ছেড়ে
দিগ্বিদিকে চলে।
দ্যাখে মনের মতো
সীমানাহীন পা'জোড়া হায়
এগিয়ে চলে যত।
দ্যাখে পাহাড়-নদী
কেমন করে এঁকেবেঁকে
বইছে নিরবধি।
অপলক চেয়ে থাকে
মায়েরা যখন জলকে চলে
কলসি নিয়ে কাঁখে।
ডাকে কোকিল গাছে
তারই সুরে মনের ময়ূর
পেখম তুলে নাচে।
কত না দেখার আছে
শিকল ছিঁড়ে– জীবনটা আজ
নিজের মত বাঁচে।
আহা, এমন জীবন...
যার কাছেতে হার মেনে যায়
সাত রাজারও ধন।