কাঁচা ছাড়ে জীবন। জীবন খুঁজতে যায় শক্ত।
টাকা থাকলে আপন। নয়তো, পরও হয় রক্ত।
দিগ্বিদিকে ছোটা। ছোটা সুখের পিছু পিছু।
শূন্য দুটো হাত। হাত চাইছে অনেক কিছু।
জমছে বরফ বুকে। বুকের মধ্যে মস্ত গোবি।
যা করেছি জমাট। তা হারায় ধীরে সবই।

মাঝ সমুদ্রে দাঁড়িয়ে। আমার একলা আকাশেই–
বিশাল অট্টালিকা। তবু, থাকার জায়গা নেই।