মনের অন্তরালে ঢাকা পড়ে থাকা এক অদম্য অনুভূতি
বার-বার যেন চিরে খাচ্ছে আমারে।
তার সৌষ্ঠবের করি নিতান্ত স্তুতি…
আমি আসক্ত; নিমজ্জিত আবেগের পাথারে।

মনের আবদ্ধ কোঠায় লালিত সে অনুভূতি
আজো বলা হয়নি তাকে।
শুধু বলেছি হৃদয়পটে কল্পনার কালিতে আঁকা
তার প্রতিচ্ছবিটাকে।
সে যে আমার হিয়ার এক অমূল্য তুতি!
স্বপনে এসে গান শুনায় আমাকে।
আসমান সম এক প্রেম-চাদরে আমি ঢাকা;
নিষ্পলক হেরি তাহারে,
ক্রমাগত বেড়েই চলেছে সেই অব্যক্ত অনুভূতি;
আচ্ছন্ন করেছে আমারে।
তার সৌষ্ঠবের করি নিতান্ত স্তুতি…
আমি আসক্ত; নিমজ্জিত আবেগের পাথারে।