মনের বিহঙ্গিনি নীড় বেঁধেছে মনের শাখাতে:
প্রেম-লতা-পাতা আছে জড়ানো,
মায়ার খড়-কুটো ছড়ানো;
প্রীতির সুগন্ধি লেগে আছে তার পাখাতে।
বিহঙ্গিনির ভারে ভরে গেছে বুকটা
শাখাখানি নুঁয়ে পড়েছে,
হৃৎপিণ্ডকে আঁকড়ে ধরেছে;
বারে-বারে ভেসে ওঠে তার মুখটা।
মনের সনে গল্প করে নির্জনে— আমার সনে নয়।
তবু গল্প করি আমি হিয়ার মারফতে,
গন্ধ শুঁকি তার প্রেমের বরকতে;
মর্ম-মনিটরে হেরি নিশ্চয়।
আমার এ বক্ষে আছে তাকে হারাবার ভয়।