ফিরে এসো পার্থিব লালসা ফেলে,
সত্যকে ধর পাপাচার ছাড়িয়া,
সে পথে হাঁট নোংরা আত্মা ঝাড়িয়া–
যে পন্থায় চলিলে জান্নাত মেলে।
যে তিনটি প্রশ্ন বারযাখে গেলে...
নিস্তার নাই জবাব না পারিয়া–
পালাতে কবর-প্রাচীর ফাড়িয়া;
উত্তর পারিবা ইসলামে এলে।
একেই নিয়মে মানুষের সৃষ্টি;–
হরেক রকম কেন তবে মর্ম?
খুলিয়া দেখ তোমার অন্তর্দৃষ্টি,
সঠিক নহে বিশ্বে সকল কর্ম।
সব দ্বীনে নেই পরলোকে হৃষ্টি,
ইসলাম খোদার একক ধর্ম।