দিন যতই যায়, ক্রমেই বাড়তে থাকে প্রেম
দিনপতি অস্ত যায়; দিন ফুরোয়,
কিন্তু আমার হিয়ার গগনে উদীয়মান ভালোবাসার ভাস্কর
কখনও ডুবে না; ক্রোমোশো উজ্জ্বল হয়।
তোমার জ্যান্ত ছবি ধারণ করেছে আমার হৃদয়ের ফ্রেম
তোমাকে ভুলতে যাচি, কিন্তু ভেতরে তা সয় না,
দিন যতই যায়, ক্রমেই বাড়তে থাকে প্রেম;
ভালোবাসার কমতি হয় না।
তোমাকে ভুলতে
প্রতিনিয়ত আমি সংগ্রাম করি আমার মনের সঙ্গে
কলিজায় বেঁধা প্রেমের কণ্টক তুলতে;
বারংবার আমি পরাজিত হই, নিমজ্জিত হই আবেগের গঙ্গে।