শীর্ণ বঙ্গজের ছাতি ফাটে শোক-বিষে:
খট্টাতে ছিল শায়িত ছোট্ট খোকা পাশে।–
কাক ডাকা অহনায় পিশাচেরা আসে;
ছড়াল রক্ত-প্লাবন মানবতা পিষে।
বুলেটর এক ঝাঁক মুজিবের দিশে…
স্বদেশ-আলেখ্য যেন কেঁদে ওঠে লাশে।
নির্মম হত্যাপরাধ বঙ্গ-ইতিহাসে।
মুজিবের রক্ত আছে এ বাংলাতে মিশে।
রাজনীতির সেদিন উল্টো ঘোরে চাকা:
কাননের বৃক্ষ-কুল ডুবেছে পাথারে।
বুলেট-বৃষ্টির ঝড়ে পিতৃ-ক্রোড় ফাঁকা,
দুহিতা-বিটপীদ্বয় ছিলনা আগারে।
রেখে যান মহীয়সী হাসু, রেহানারে,
বাঙ্গালীরে দিয়ে যান স্বাধীন পতাকা।
#Sonnet