দৃষ্টির আলিঙ্গনের পর,
ভরে গেছে হিয়ার রিক্ত ঘর।
চাহনির জালে যবে পেয়েছি,
প্রীতির দোলা তখন খেয়েছি,
মায়ার জলে ডুবে আমি বেশ নেয়েছি;
ভরে গেছে মন।
সেই যে শুরু মম হৃদে তব বিচরণ…..
মুক্ত বিহঙ্গের মতন।

তোমাকে দেখার পর,
প্রীতির বাত্যায় মত্ত হৃদয় ধর-ফর।
ছবি তুললাম জীবন্ত জোড়া ক্যামেরায়;
প্রদর্শিত হয়েছে তা হিয়ার আয়নায়—
সেথায় তোমার অবিরাম ভ্রমণ;
কি মমতার বাঁধন!
আমি হারিয়ে গেছি অদৃশ্য বসুধায়—
যেথায় শুধু খুঁজে পাই তোমায়;
পাই না আমাকে আমি তোমার ভিড়ে
আমার বক্ষটা চিরে,
তুমি খুঁজে নাও আমায়
অদৃশ্য সে বসুধায়।