এই তো সেদিন, এক নব মুখ দেখিয়া
নিদ্রালু হিয়া উঠিল সহসা জাগিয়া।
অতীব আবেগে মাতিয়া
মর্মের জাল পাতিয়া
ধরিতে তাহারে চাই।
বাহির-চক্ষু মুদিলে,
ভিতর-নেত্র খুলিলে,
অতিশয় কাছে পাই।
উগ্র এক নেশা
রক্তে তা মেশা
প্রেমের রজ্জু গলায় বাঁধিয়া
ধরিল আমায় সজোরে টানিয়া।
তেঁ, হেরোয়িনের চাইতে
বহুগুণ নেশা পাইতে
তার চোখে চোখ রাখা;
ঘুরছে পুলক-পাখা।
এ যে দুর্বার, উন্মাদ করা আসক্তি,
অদৃশ্য চোখে বার-বার জাগে অনুরক্তি;
এই তো সেদিন ঐ নব মুখ দেখিয়া
মায়া-পাঞ্জায় গিয়েছে হৃদয় আঁটিয়া।