শিমুল পলাশ ফুলের বনে
রাত্রি হল ভোর
চারি দিকে ভোরের আলো
রক্ত ভিজা দোর।
আমার ভাইয়ের রক্তে লিখা
যুদ্ধে বর্ণমালা
খোলা পায়ে প্রভাত ফেরি
রক্ত মাখা থালা।
আছে কি আর এমন কেহ
ভুলের আবরণে
ভাষার পাখি গাইছে দেখি
ফুলের বনে বনে।
মাতৃভাষা বাংলা আমার
সোনা ভরা দেশে
সবাই মিলে গর্ব মোরা
সুন্দর পরিবেশে।#