উনিশ বায়ান্ন সাল। ভাষার দাবীতে মিছিল
হানাদারের গুলি,রক্তে ভিজা সবুজ মাঠ
রক্তাক্ত রাজ পথ।
আমার অশ্রু ভিজা চোখ,আমি তোমাকে খুঁজছি।
২১শে ফেব্রুয়ারি,আমি বিচলিত,চারি দিকে দেখি লাশ আর লাশ।
আমি রান্না করেছি কাটারি ভোগের চাল
কলমি শাক,শাটী মাছের ভর্তা যা তোমার খুবেই পছন্দ
সময় শেষ হয় না। তারপর,কে যেন বলল,এইতো রফিক ভাইয়ের লাশ
আমি কান্নায় বুক ভাসে আমি বুকটা শক্ত করি।
শোন খোকা, তোমার স্বপ্ন বৃথা যায় নি
মায়ের ভাষা বাংলা,আজ পৃথিবী জুড়ে মাতৃ ভাষার স্বীকৃতি পেয়েছে
হে ভাষা শহিদ,সালাম তোমাকে।#