আসাদুজ্জামান আসাদ
নিজনতার বুক চিরে
হেটে যায় সেকেন্ড,মিনিট আর ঘণ্টার কাটা
চড়ুই পাখি,উকি মারে বারে বার
তীব্র হাওয়া,চিৎসাতারে
তার ক্লান্ত দেহ কেপে ওঠে।
আলসোলা ভাবে,নিরবে কেউ এসেছে
তার জীবন সংসারে ।তেলা পোকা অকারণে চিৎ হয়ে দেখে
লাল পিঁপড়া চোখের মৃতুর সাদা পরোয়ানা।
দিগন্ত জোড়া সবুজ মাঠ
শোশ্নান,কবর স্থানে অসংখ লাশ
সবুজ ঘাসের ফাঁকে হেঁসে উঠে লাশের হাড় গোড়।
শিয়াল ঘুমায় কবরের কাপেটে
আহ! বিয মাখা ভয়ংকর সাপের বাস
ইচ্ছা জাগে স্পশ করি
নীল কন্ঠ চুমি ,লেজ নাড়ে,সশব্দ ফোসপাস করে
তারপর! মায়ার শরীর
পিঠ দিয়ে ভাঙ্গে আড়মোড়া
কি দারুন নিজনতা।#