আমি মানুষ। মহান প্রভু,মায়ের রেহেমে
এক বিন্দু নাপাক পানি থেকে আমি সৃষ্টি।
পালা বদলের হাওয়া,নিদিষ্ট সময়ের প্রান্ত শেষে
অজস্র কষ্টের অবসান ঘটিয়ে
এ নশর পৃথিবীর আলো-বাতাস অনুভব করছি।
মায়ের গর্ভ ধারন,প্রসব বেদনা, লালন পালন বড়ই বেদনা।
হে প্রভু,তোমার দয়ার সাগরে ভাসছে ভালবাসার ভেলা
বেতাল ঢেউয়ের তরঙ্গ মালায়, ভাঙ্গছে পাপের দু;কূল
তুমি ছিলে,তুমি আছ,শেষ বিচারের মহা বিচারক।
তোমার শক্তির বাহু বন্ধন অসীম,অতিক্রমের শক্তি কোথায়?
আমি পাপী, আশার আলো ছাড়িনি।
হে প্রভু, শেষ বিচারে ক্ষমা করো
পরিয়ে দিও,আমার মাথায়, নাজাতের মুকুট খানি।#