আসাদুজ্জামান আসাদ
আমার নিবাস, নদীর কাছা-কাছি
নিত্য শুনি ঢেঊয়ের শব্দ
তারপর ,স্রোতের গজনে জেগে উঠি।
আমায় নদী,হাত সানিতে ডাকে
প্রিয়তমা ভেবে জড়িয়ে ধরে।
উপেক্ষার আগুন জ্বালাতে চাই
তুলতে পারি না চিতায়
পারি না দিতে,শান্তিময় জান্নাত
শুধু বিস্ময়ে দেখি,ভাংগা- গড়ার খেলা।
নদীর নাম শুভংকরের ফাঁকি
এপার ভাঙ্গে,অপারে গড়ে স্বপ্নের বীজ।
নদীর জলে,জাল ফেলে উপেক্ষা করি
তারপর,দেহের নিমল-নিমোহে
উদার-উদাস ভাব নিয়ে,ঝাপিয়ে পড়ি নদীর বুকে।#