আমার গাঁয়ে সবুজ মাঠে নানা রকম খেলা
রাখাল ছেলে গরুর নিয়ে কাটায় সারা বেলা
নূপুর পায়ে খুকু নাচে কাজল করা আঁখি
হিমেল বাতাস দুলছে পাতা গাছের ডালে পাখি।
জেলেরা সব নদীতে যায় নৌকা ভরা জালে
দেশের গানে জেলের মুখে খুশির নৌকা চলে
গায়ের বঁধু খালি পায়ে কলসিতে জল ভরে
শাপলা ফুটে পুকুর জলে চাষীরা কাজ করে।
মধু ভরা গায়ের ছবি কেমনে ভুলি থাকি
প্রভাত হলে রবির আলো গ্রামের খোঁজ রাখি।#