আমি বড়ই ক্লান্ত,হাটতে পারি না
যেতে হবে দূরে,অনেক দূর।
পানি শূন্য স্রোত হীন নদী,পিচ ঢালা পথ
পান কুঁড়ি খোঁজে গভীর জল।
ভালবাসার সিঁড়িতে বসে,কেউ যদি ডাকে
ভালবেসে দিব ফুলের সুবাস
উড়িয়ে দিব বাঁধার সর্বনাশা কালো মেঘ।
তবু হটছি নিরবধি,জীর্ণ প্রসাদ নগরী ছেড়ে।
নদী মাতৃক স্বদেশ ভূমি
এখানে বইছে ডাহুক নদী ।#