ভেজাল মুক্ত কবে হবো
ভেজাল সময় দেশে ,
খাদ্যে ভেজাল পণ্যে ভেজাল
মানুষ নানান বেশে !

মুরগীর দেহে বিষ ঢুকানো
কজন মোরা জানি ,
ডিমের মাঝেও মরণ ব্যাধি
তবু কিনে আনি !

প্রসাধনী নাইকো খাঁটি
দুধেও বিষ্ঠায় ভরা ,
ড্রিংকস যতো খাচ্ছি রে ভাই
কেমিক্যালে গড়া !

ছল -চাতুরি ষোল আনা
রপ্ত করে মানুষ ,
ভোগে মত্ত মাল কামাতে
মিথ্যায় ডুবে বেহুশ !

দেখার যারা নীরব দর্শক
ফায়দা লোটে চুপে ,
টাকার পাহাড় গড়ছে তারা
আকাশ -বাতাস মেপে !

সবুজ সোনা জাগবে কবে
লাল সবুজের তরে ?
আঁধার যত মুছতে হবে
সূর্য বুকে করে !!!