সাহান ।গ্রাজুয়েট।অবিবাহিত ।করোনাকালে চাকরি গেছে ,দুমাস আগে।মাইনে ভালোই ছিলো ।বৃদ্ধ মা , দুই বোন নিয়ে সংসার ,বেশ ছিলো ।ঢাকা মিরপুরে ভাড়া থাকতো ।তিন মাসের বাসা ভাড়া বাকি । বেশ ক’বার তাগাদা দিয়েছে বাড়িওয়ালা ।
চাকরির চেষ্টায় ব্যর্থ সাহান অবশেষে ফুটপাতে ফেরি করা শুরু করলো , একটা ব্যাগে জীবাণুনাশক নিয়ে মিরপুর শাহ আলী মার্কেটের কোণায় বসতো !তাতে সুবিধে হলো না ।চাঁদা ,ভাড়া মিটিয়ে বাকি টাকায় চলা কঠিন হলো ।অগত্যা শখের স্বর্ণের আংটি ও চেন বেঁচে বাড়ির ভাড়া মিটিয়ে পরিবার নিয়ে গ্রামের পথে সাহান …স্বপ্ন , সেখানে কিছু একটা সংস্থান হবে ।সিল্ক সিটি ছুটছে ঝিকঝিক শব্দে ,ঠিক সাহানের বুকে যেমনটি হচ্ছে …