অপসৃত হলে ,পথে হলো দেখা
হূদ মাঝারে শুধুই তোমার নামটি লেখা ।

খাঁচায় বন্দী প্রহর কান্নায় সিক্ত এ মন ,
কেউ বোঝেনি নীল কুয়াশার আপ্লুত ক্ষণ !

হিয়া দোলে আপন ভুলে স্মৃতির খাতায় ,
পরশ অম্লান জুড়ে তুমি সবুজ পাতায় ।