কাঁদো মনা কাঁদো ,
কেঁদে কেঁদে একলা ;
নতুন গল্প ফাঁদো।
ছলা কলা যতো ,
রপ্ত তোমার শত ;
আঘাত হানবে কত?
জানি শান্তি পাওনি ,
ধুকে ধুকে জ্বলো ;
সুখে থাকতে চাওনি।
মনের কালো সরাও ,
চোখে দেখো আলো ;
ধরায় সুবাশ ছড়াও।
আপন ভাবো যাকে ,
কষ্ট কেন পাবে ;
মুগ্ধ করো তাঁকে।
ক'টা দিনের ভবে ,
ক'দিন তুমি রবে ;
বুঝবে সত্য কবে?
ফুলে মধু থাকে ,
চাঁদের জোছনা দেখ ;
কয়লাও "রত্ন "রাখে।