চুরি করে 'শিক্ষক 'মশাই
চুরি করে 'ডাক্তার 'রা ,
দেশটা দেখি চুষে খাচ্ছে
'সাধু''সন্নাস'বাটপাররা ।
দায়িত্ব সব ভুলে গিয়ে
ফন্দিফিকির নানান রঙ ,
দুনিয়াদারি আসল কথা
মাল কামাবার হরেক ঢঙ ।
জিম্মি সবাই আমজনতা
চড়া দামে নিচ্ছে সব ,
দেখো গুনে 'ওরা 'করে
বারো মাসে 'বিশ 'উত্সব ।
বাড়ি -গাড়ি সম্পদ ভরা
নাদুস -নুদুস গতরাটা ,
মুখে তাদের মিষ্টি হাসি
গরল ভরা ভেতরটা ।
আর কতকাল সইবো বলো
কালো ধলো একাকার ,
বাঁচতে হবে বাঁচার মতো
এটা মোদের অধিকার ।