স্বপ্ন ছিল না, আমি স্বপ্ন দেখি না, কারণ সংগ্রাম - ই আমার সাধনার ফসল!
গাছ পরিচর্যায় ফুল দেয়, সুবাসিত ক্ষণ দেয় - ধ্রুপদী নৃত্যর মত!
অন্তহীন ভালবাসায় শ্রদ্ধা মেলে, পরম যতনে উপায়ন আসে নীড়ে!
ত্যাগের বিনিময়ে সাফল্য আসে - এসবই তো শতাব্দীর রূপকথা!!
যা আগলে রাখি, মান্য করি - সতত-ই সত্যি মানি!
অথচ আমি বলি, সব ভুল...!
স্বার্থ - মনের কদাকার অভিব্যক্তির কাছে সব মিথ্যে, অসাড় - নির্জীব!
সময়ের বিবর্তনে মানুষের অধিকাংশই উল্টো দিকে হাঁটে!
স্বার্থের জন্য সব করতে পারে, পবিত্র বন্ধনকেও অস্বীকার করে। চড়া দামে হাসিল করে নিজ কায়েমী স্বার্থ, ধর্ম আর সত্যকে জলাঞ্জলি দিয়ে!!
আগামীর অন্ধকার ঘুটঘুটে, ভয়াবহ সমীর - আমি দেখতে পাই, আজকের প্রজন্মের মাঝে!
শ্রদ্ধাবোধ, সৌজন্যতা, মায়া মমতা - সভ্যতার আঁধার ইতিহাস, এখনই রচিত হবে।
কষ্টের কষ্টিপাথরে থরেথরে যা সজ্জিত রয়ে গেল - অজানা থাক, জনমের প্রাপ্তি হিসেবে!
কিছু মানুষ আছেন, শতাব্দী সত্য ধারণ করে, যারা লড়াই করে টিকে আছেন, এদের বিলুপ্তিতে ঘটে যাবে আগ্নেয়গিরির জ্বলজ্বলে মহা সূচনা, যার শুরু হলো কেবল!!
আমি ভাবছি, উল্টো পাতায় লিখছি আজকের রোজনামচা, যা কালের স্বাক্ষী হয়ে রবে।
পলাশীর প্রান্তরে মীরজাফরদের যে অংশগ্রহণ, পরিণতি তো ইতিহাসেই, এ ধ্রুব সত্য ঘটবে - আমি বলে গেলাম ; পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এ জনমেই!!