সুমনা জুঁই পুষ্প কুঁড়ি
এলে মোর ভুবনে ,
আঁধার নিশি জ্যোত্‍স্না হলো
অশ্রু আজ নয়নে ।

লাখো তারার মাঝে তুমি
শুকতারা যে হলে ,
কথা দিলাম যাবো নাকো
তোমায় আমি ভুলে ।

বৈরাগী যদি হতে হয়
হবো ভালোবেসে ,
ঝড় -ঝঞ্ঝা আসুক যতো
রইবো তোমার পাশে ।

শোভা ভরা বদন তোমার
মমতা ভরা মন ,
ভাবের মাঝে থাকি যখন
কেটে যায় দ্রুত ক্ষণ ।

উর্বশী তুমি যে আমার
সুবাস ভরা সকাল ,
খরা কাটে স্নিগ্ধ বর্ষায়
পুষ্প বিকাশ বিকাল ।

ব্যাকুল আমি তোমার তরে
বিক্ষত হবে মন ,
ফাঁকি দিয়ে যাও গো যদি
বিমর্ষ হবে ক্ষণ ।