আঁধার যখন জেঁকে বসে
পথিক থমকে দাঁড়ায়,
বিস্ময় সময় শংকর ধাতু
লোভে হাতটা বাড়ায়।

ধুতরা ফুলের ঘ্রাণে ভরা
মনুষ্যত্বের নয় জয়,
ক্ষমা কোরো দয়ার সাগর
তোমাতেই যেনো ক্ষয় ।

সত্য মিথ্যায় ভরা থাকে
আলোর মুখটা বন্ধ,
এরাই এখন সর্বসর্বা
চিত্তে বিষ্ঠার গন্ধ!!

শবের যাত্রার সঙ্গী হয়ে
সবুজ শ্যামল ঝরে,
সত্য পথের পথিক কেনো
হা-হুতাশে মরে?

......

চোখটা বন্ধ ছাগল সেজে
মজা দেখছে বসে,
উপঢৌকন জামাই আদর
নিচ্ছে রসে রসে!!