দেখেছি, শুনেছি... কে়ঁদেছি,
শত ছেঁড়া হৃদয় নিয়ে -
টগবগ করে বয়ে গেছে রক্ত প্রবাহ
অলিন্দের খাঁচায় শিরা উপশিরা হয়ে,
মস্তিষ্কের উর্ধ্ব গোলকে!!
থরথর করে কেঁপেছি,
কখনো হীম শীতল অনুভূতির নিথরদেহ নিয়ে হেঁটেছি অবোধ শিশুর মত!!
সাহস হয়নি...!
সাহস করে বলতে পারিনি,
যে কথাটা...!!
আমি নিজের দিকে তাকিয়ে দেখেছি,
আপাদমস্তক মানুষের অবয়ব,
হাত আছে, মুখ আছে, আছে বিবেক...
এরপরও সাহস হয়নি...!
মাঠে গরু চড়ে, নদীতে নৌকা বহে...!তদ্রুপ-
পাখি উড়ে আকাশে, পাখির মত কিচিরমিচির করেছি একাকী
কোন ডালে ঝোঁপঝাড়ের মাঝে
চুপটি করে বসে থেকেছি!
দূরে কোথাও ছুটে পালিয়েছি...!!
প্রকৃতির নিবিড়ে... তবুও শান্তি পাইনি,
স্বস্তি পাইনি, ঝড় ঝঞ্ঝায় সিক্ত হয়েছি!
তবুও সাহস পাইনি , আসলে মানুষ-ই হইনি নিজে কিভাবে বলবো সত্য কথা,
সত্য দর্শন বুঝতেও তো সত্য হতে হয়!
বিবেকহীন হলে কি বিবেকের কথা চিত্ত তোলপাড় করে, না বুঝেছি...!!
তাও সাহস পাইনি!
এখনও কী সাহস পাচ্ছি...!
সবকিছু দেখার, বোঝার, জানার -
মাধ্যম, কিভাবে হবো?
সেই সূর্য তেজ কি আছে ভোঁতা ভাবনায় !
এখনও দেখছি, শুনছি...!
নীরবে কাঁদছি, খুঁজছি কোটি কোটির ভীড়ে...!!
না, পাইনি সূর্যমুখী ফুল!
রক্ত জবা!!
শাপলা - পদ্ম ফুলে দেখছি... ...
শুধুই দেখছি, দুটি আঁখি মেলে!!
বনবিড়ালের ছুটোছুটি,
দুর্বিসহ যন্ত্রণাতে কাতরাচ্ছে
সাগরের রুপচাঁদা!!
সাহস পাইনি ছবি আঁকতে, আমি তো কবি নই, দুর্দান্ত যৌবন হারিয়েছে,
নির্মল বলে কিছুই নেই,
এই আমার-ই মাঝে, তাই নির্মল কিছু খুঁজে পাই না!!
শোকে - দাহে সেই যে জ্বলছি,
পরিমাপ করিনি,
কত প্রহরের বছর গেছে, কত না যুগ গেছে...!
অর্ধ শতক পেরিয়েছে অনেক আগেই,
তাও বুকটা ভরে শ্বাস নিতে পারিনি!
দুর্গন্ধে দম আটকে রেখে
চলেছি সেই শতাব্দীর পর শতাব্দী ধরে!!
সাহস পাইনি,
সত্যি সাহস আজও পাইনি!!!