একুশ আসে বারবার দৃপ্ত প্রত্যয় বুকে ,
অন্যায় -জুলুম অবিচার সব দিতে রুখে !
আদি থেকে আজও ‘শপথ’ ,নিচ্ছি মোরা ,
কতটুকু সফল দেখি চারপাশ বেড়া !!
কেনো যেন চিত্তে কাঁদন চেতনা নাই ...
শুধু শ্রদ্ধা মুখে মুখে পলাশের ছাঁঁয় ।
চর্চা নেই নেই লালন পালন মিথ্যা সব-ই ,
লোক দেখানো উৎসব আজি এটাই হবি !!