বাংলা আমার মা জননী
বাংলা মাটিতে বাস ,
লাল সবুজ ঠিকানা আমার
করিস না সর্বনাশ ।
নদী -নালা খাল -বিলে ভাই
সুখের ভেলায় চলি ,
দোয়েল শ্যামা ময়নার গানে
উদাস হাওয়া ভুলি ।
ধন্য আমার জন্ম ওগো
নাই তুলনা নাইরে ,
সবুজ শ্যামল দেশটি আমার
কোথাও নাহি পাইরে ।
যখন আমি বাইরে থাকি
একা একা লাগে ,
দেশটি আমার কত মধুর
তখন মনে জাগে ।
দেশের বুকে রইবো আমি
চলবো হেসে হেসে ,
দেশের তরে জীবন দেব
মরবো ভালবেসে ।