গহীন বনে চুপ পাখিটা
ব্যাকুলতায় ডাকে,
সবাই উড়ে যাচ্ছে নীড়ে
সুখে ঝাঁকে ঝাঁকে!
অশ্রুজলে সিক্ত আঁখি
ভাবে বসে একা,
মায়া-প্রীতি স্বার্থে হাসে
নীরব নিথর ধোঁকা!
চোখের কোণে নীল সাগরের
স্রোতধারা বহে,
সৈকত জমিন খানাখন্দ
উম্মাদ আজি কহে!
চৈত্রের দাহে পোড়া গন্ধ
চিত্তে অগ্নি ব্যথা,
এ জীবনে কেউ রাখেনি
দিয়েও শ্রুতি কথা!!
বুঝে পাখি গাছের মত
ছায়া দিতে হবে,
পাওয়ার আশা করা বৃথা
রঙের আধার ভবে!