ফুলের মত সুবাস যদি সবার মাঝে হতো,
নির্মল গন্ধে ভব সংসার মানুষও তা পেতো ।
চোর ছেচ্ছর সব পথে ঘাটে ঘাপটি পেঁতে থাকে,
পরের ধনে পোদ্দারী ভাই বিদেশ টাকা রাখে।


কুত্তা শেয়াল হায়না শকুন এরাই এখন মাঠে,
ফসলের মাঠ শশ্মানের ঘাট সৎ সততা ফাটে!!
ভোরের সূর্য নাহি উঠে মেঘে মেঘে আকাশ,
বিষণ্ণ প্রহর সতত-ই গন্ধ ভরা বাতাস!

আয়রে সবুজ শ্যামল পাখি আয় রে তোরে ডাকি,
দুর্বিসহ নিঃসঙ্গতা দুঃখ নিয়ে থাকি!!