হরেক রকম মানুষ দেখি
হরেক রকম ভাষা ,
কেউ আমাকে অধম ভাবে
কেউ বা ভাবে চাষা ।
সূর্যের কিরণ যখন ছিলাম
আলো দিয়ে গেছি ,
অস্তগামী সূর্য এখন
নীলনীলিমা মুছি ।
আঁধার রাতে টাপুর -টুপুর
বৃষ্টি যখন ঝরে ,
বাতায়নে উদাস চোখে
স্মৃতি মনে পড়ে ।
কতো কান্না শুনি নিত্য
নির্জন নীড়ে একা ,
হয় না কেনো বলতে পারো
জীবন ফিরে দেখা !
চোখের জলে স্মৃতি ভিজে
সুবাস শূন্য নীড়ে ,
মন পবনের তরী চলে
পাহাড় বুকে ধীরে ।
নির্লিপ্ত তাই নির্লোভ হিয়া
খুঁজে ছিলো আশা ,
চাইনি কিছু তাঁরই কাছে
বাকরুদ্ধ আজ ভাষা ।