সাদাকে সাদা বলি, কালোকে কালো
বেদনার নীলাভ কখনো কি হবে
চির হরিৎ আবীরে ঢাকা
অরণ্যের জলছাপ?
সবুজ দূর্বা ঘাসে বিন্দু বিন্দু শিশির হাসে...!
সূর্যের কিরণে ছটার মাধুর্যে পূলকিত হয়, উদ্দীপনায় ভাসে, সুধায় সিক্ত
মৃত্তিকার যৌবন!

চোখেরা দুর্নিবার হয়ে ওঠে দেখবার
উষ্ণ স্নিগ্ধ স্নানের
প্রবল রোমাঞ্চিত অঙ্গ প্রত্যঙ্গের ভাষা আস্বাদে দ্রবণে!
মেঘ পুঞ্জীভূত হয়, ঝড়ের তান্ডবে লন্ডভন্ড শয্যক্ষেত, ডুবে যায় ঝঞ্ঝায়!
শিরায় শিরায় বয়ে শোণিতে স্তব্ধ
রূপের চৌপাশে-মিটে ক্ষুধার্ত কামে, বাসনার অভিলাষে!!

জনম জনমের সাধনা লালিত শেওলা দীঘির ধার, কোকিলের বিচরণে
মায়া মমতার আলাপনে, স্পর্শে স্বস্তি বোধের জাগরণে স্বতন্তর স্নিগ্ধ শীতল জলে...!!

চলছে লীলা, আনন্দলোকে -
বিস্ময়ের আড়ালে কিছু নেই, দিগম্বর সমাজে প্রলয়কাল, নির্লজ্জ... চুম্বনে যা নয় নিঃশেষ!! এখানে - সেখানে ঘোমটার আড়ালে, ঝোঁপ-ঝাড়ের কম্পনে, অভিজাত অট্টালিকার শীতাতপ কক্ষে, কতশত কিশোর যুবক-যুবতির গোধূল সন্ধ্যা আসে নেমে!!

অনন্ত জীবনের পথে ওরা হাঁটছে উন্মাদনায়, বিকৃত রুচির দিগম্বর সংস্কৃতির রক্তামাখা বুকে - আগ্নেয়গিরির লাভার বিস্তৃতিতে নির্বিকার সময়!!

বাঁচাতে হবে, চির ঐতিহ্য স্বদেশী সংস্কৃতি, ধুলোর সাথে মিশে যাবে, একবিন্দু রক্ত থাকতে অচেনা - অজানা আলগা হলুদ আবীরে ছেয়ে থাকা কোটি বিপথগামীদের ফিরাতে হবে, জাগ্রত হোক সভ্যতার লাল ঝান্ডা!!

মিনতি শুধু এ আমার...!