দূরে আছো, তোমাকে দেখতে না - পারার অতৃপ্তি -
না-ছোঁয়ার যে মনোকষ্ট প্রহরের উদাস সমীরে মিশে নিত্য ;
খাঁচার বন্দি পাখির ছটফটানি ঝড়ের সাথে যুদ্ধ করে, অবুঝ শিশুর মত!!
নাড়ির অচেনা - অজানা স্পন্দন গুলো অদ্ভুত সময়ের সাথী,
চোখের পাতা ভারী হয়ে অশ্রু ঝরে ঝর্ণার মত!
রক্তনালীতে দ্রুত প্রবাহের প্রতিধ্বনি শ্বাসরুদ্ধ করে হৃদয় স্পন্দন!
পলক পড়ে না, চকিত দৃষ্টি আঁধারে ঘুরপাক খায় - অশান্ত মনে!!
চুপচাপ বসে থাকি নির্জনে আহত পাখির মত নিয়ে রাজ্যের ক্ষত!
ভাষাহীনের দুর্বোধ্যতা, ক্ষীণ দীর্ঘশ্বাস, আমার অক্ষমতা -
সবমিলে এক আজব পথে পাড়ি দিই রোজ!
জানি ক্ষমা নেই, আষাঢ়ে গল্প - ভ্রম সবই,
অজুহাত ভেবেই অপবাদ দেবে সবাই...!
কিন্তু বিশ্বাস করো, একরত্তি মিথ্যে নয়, প্রতিকূলতার বিরুদ্ধে হেরে যাওয়া যোদ্ধার ইতিহাস,
কী দুর্নিবার বাসনা ছিল তোমার কাছে ছুটে যাবার,
তরঙ্গ - আহ্লাদ, স্বপ্ন - সাধ, নিমিষেই কবর রচিত হয়, নিঠুর নিয়তির কাছে!!
মিথ্যে প্রতারক সময়ের কাছে!!
নিরুচ্ছ্বাস চিত্তে জনপদ হারিয়ে ক্লান্ত দেহে পড়ে থাকি -
মনে বসন্ত নেই,
কোলহল নেই,
স্বস্তির আস্বাদ নেই,
বুকফাটা আর্তনাদ নিয়ে,
ক্ষণ প্রহরের বেলা কাটে...!
মন শুধু তোমাতেই...!!