আকাশ মেঘপুঞ্জে যখন ভারী হয়, বিজলী আর্তনাদ করে উঠে, ক্ষোভ-যন্ত্রণার গুমোট অভিমান ঝেরে ফেলে বর্ষণে!
নিশি ছুটে প্রভাতের পথে...!
দিন যেমন রাতের পানে।
জগতে পরিণতি সবকিছুতেই আছে, গন্তব্য আছে , আছে চলার প্রত্যয়!
কিন্তু দেখো, রেলগাডির কোন গন্তব্য নেই, ছুটে চলায় যেনো অদৃশ্যের লেখন, ঠিক নিজের মতোন! সমান্তরাল বয়ে চলা...! উদ্দেশ্যহীন, স্টেশন হীন...!!!
ষড়ঋতুর বৈচিত্র্য আছে, প্রজাপতির রামধনুর সাদৃশ্য আছে, মানুষের উত্থান - পতন আছে ; অদ্ভুত কিম্ভূত কিমাকার... কারো জীবন!!
কুকুর - শেয়াল, গলা ফাটিয়ে কাঁদে, কিন্তু সব জীব কী তা পারে!
সব এক অনন্য নকশীকা়ঁথা অথচ স্বতন্ত্র বৈশিষ্ট্য ও চরিত্র ;অভিব্যক্তির স্নায়ু লড়াই, যার মানাই না সেও ধুঁকে মরে দিগম্বর হয়ে
পাল্লা দিতে গিয়ে...!
ঈমান, স্রষ্টার প্রেম যার বুকে, সুজন হাঁটে নির্বিঘ্নে বন্ধুর পথে হাসি মুখে...!!