জীবনের অর্থ খোঁজা, অনর্থক সময়ের অপচয় ;সমুদ্রের গভীরে ডুবে মরা...!
জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় আলোকিত তো সেই - দৃশ্যমান যা - তাতেই বাঁচে!
পথ চলে নীরব স্পন্দন বুকে...!!
আঁধার সে তো আঁধারেই ঢাকে, শূন্যতারও ভাষা আছে, ধ্রুব সত্য জেনেও ছুটে চলা আলোর সন্ধানে, এ এক অদ্ভুত ধুম্রজালের ইতিহাস!!
ভবের নির্মম পরিহাস, ক্ষণের ইতিবৃত্ত অজানার এক গদ্য কবিতা, রূপক যেমন ; উপমাতেও ভরা!
সবই রহস্যের আবর্তে।
পবিত্র, শুদ্ধ, সত্য - এও এক ধোঁয়াশার খেলা!!
অষ্ট প্রহরের নামতা তো নিত্যদিনের উপহার, সমীরণে ভেসে আসে, কেউ বুঝি আবার সবই সাদা পাতা!!