কিছু দাগ - অনুভব
সুনীল দিগন্তের মত রয়ে যায়,
গহীনে যতন সুপ্ত আবীরে!
মুছে, না স্মৃতি কাতর করে...
শ্বাস-প্রশ্বাসে প্রহর গোনা চললেও, শব্দের ঝঙ্কার শ্রুতিমধুর হয়ে চিত্তে দোলা দেয়!
অশ্রুজলে কাটে, ভালো লাগার ক্ষণটি ছন্দপতন তনু-মনে শিহরণ জাগানো, এক অদ্ভুত নেশায় সিক্ত করে!
বিরহে ছিঁড়ে বুকের শিরা-উপশিরা, রক্তে হুলি-খেলা শুরু হয়, স্পন্দনহীন নির্জীব সত্ত্বা!
ষড়রিপুর স্বর্গীয় আনন্দ মাঝে মাঝে উত্থলে ওঠে, স্বপ্ন দেখে নিষ্প্রভ চোখে
ছন্দ - মধুর প্রত্যাশাতে!
এরপরও চলে...
জীবন, নৈশব্দের অবগাহনে!