অদ্ভুত বৈরিতা নিজের সাথে, যা কখনোই বিন্দু মাত্র ছিল না!
অথচ, মনোকাশে যেদিন মেঘ জমলো, রুদ্র ঘনকালো, ঝরলো অঝোরে বৃষ্টি ঠিক সেদিন থেকেই বদলে গেলো শ্বাশত বৈশিষ্ট্য!!
সবুজাভ কেনো ধূসরতার আকার ধারণ করে -
কেনোই বা নদীর স্রোতধারা বদলে শুধু ঘূর্ণিস্রোতে রূপ নেয়, ভেবেছি অযুত বার, না মন পছন্দ উত্তর মেলেনি!!
হায়না-চিতা কিংবা ভয়ঙ্কর যত প্রাণী, তাদের প্রতি ঘৃণা আসে না সত্য, অনেক সময় দেখেছি মায়া হয়, ভয়ঙ্করতা ওদের সহজাত প্রবৃত্তি - এ কারণেই বুঝি!
ওরা পোষ মেনে কখনো বেইমানি করেছে, জানা নেই।
অথচ নিকটতম অতি যতনে বেড়ে উঠা কলাগাছ বিসাতুর আকার ধারণ করে,
কখনও কেউটে সাপের মত অনবরত দংশন করে, ছোবল মারে , ঘৃনা সেখানেই!
শুরু সেই সকালটুকু হোক না কেনো জীবন মাধূর্যের সাফল্যগাঁথা, সব... হয় না! অতীত এসে ভীড় জমায়, জানান দেয় সতত-ই, মনে - চোখে ঘৃনার সাত খন্ড!!
আসলে হৃদয়ের অতল রাজ্যে অতীত বেঁচে থাকে, মুছে না স্মৃতি, সত্যিই অদ্ভুত এক নিমিষেই চলচ্চিত্র শুরু হয় ; যত না চেষ্টা সব ভুলে থাকি!
ঘেন্না মানেই ঘৃনা, ঘৃনা মানেই ঘেন্না ;শব্দ দুটি অর্থ এক, অদ্ভুত!
জীবনেও তাই, জীবন একটিই অথচ এর আগে পিছে মাঝে কতকিছু ছড়িয়ে ছিটিয়ে, যার অধিকাংশই অব্যক্ত রয়ে যায়!!