নৈকট্যের নিবিড় বীক্ষণে খুঁজেছি, রক্তের বাঁধনেও বুঝেছি, 'দুরত্ব '-এক অদ্ভুত সৃষ্ট!
সব সৃষ্টির সেরা মানুষ হয়েও, মানুষের মাঝেই পাহাড় - জমিন ব্যবধান!
বৈষম্যের চরম পরম সত্য সুপ্ত, কালিমার লেপন চিরন্তন!
সূর্য আলো দেয়, কখনো উত্তাপে টিকা দায়, আবার কখনো অমৃত আস্বাদন হয়ে গায়ে মাখি অতি আদরে!
সাদৃশ্য আছে, জীবনের প্রথম থেকে শেষ প্রান্তে!
জাতি - ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে, 'দুরত্ব', সেই আদিকাল থেকে, যার ধারাবাহিকতা চলমান...!
ফজলির সাথে আঠির দুরত্ব, বাসমতির সাথে ইরির, সোনার সাথে চাঁদির দূরত্ব, গ্রীষ্মের সাথে শীত, শুধু আবরণ সাদৃশ্য!!
দুরত্ব,ঘুচবে কিভাবে?
কে ঘুচাবে, এর বুঝি প্রয়োজন, অপরিহার্যতা - ভারসাম্য রক্ষায়!
এই দুরত্বের মাঝেও শিল্প আছে, আছে মাধুর্য! সেই মাধুর্যের স্ব স্ব সত্ত্বা নিয়েই প্রাকৃতিক, 'পরীক্ষা', - যতক্ষণ আছে শ্বাস, রবে নিঃশ্বাস অবধি!!
তাই তো , মহা প্রলয়ের দিনক্ষণ অবধি দুরত্বের মাঝেই বেঁচে থাকার নাম, 'জীবন!'