বাজপাখিটা বুকের ভেতর
রক্ত খাচ্ছে চুষে,
সবুজ শ্যামল বাংলা মাগো
নীরব চোখটা মুছে!
স্বপ্ন ছিল সুনীল আকাশ
শরৎ মেঘের ভেলা,
নির্মল সুধায় স্নিগ্ধ স্নানে
চলে যাবে বেলা।
ফাগ আবীরে ক্ষণটা যাবে
দিন রজনীর ক্লান্তি,
দুর্বিসহ নিঃসঙ্গতা
পথে পথে ভ্রান্তি...!
ধূসর কালো সময়ের বাণ
অক্টোপাসের মত,
চতুর্মুখী থাবা দিয়ে
করছে হৃদয় ক্ষত!!
বাংলার যত আমজনতা
হাসতে গেছে ভুলে,
লজ্জা শরম ঢাকতে গিয়ে
কাপড় যাচ্ছে খুলে!!
পোকামাকড় কিলবিল করে
পথে ঘাটে মাঠে,
নির্মল সুখের ছটা নেই তো
জংলা বাড়ির বাটে!
সাধু সাবধান সময় আছে
ডাস্টবিনে সব ময়লা,
সত্য কথা প্রবাদ আছে
'ধুলেই যায় না ময়লা'!
নৈতিকতা শিক্ষা দীক্ষা
পোষাকে মিলা ভার,
রক্তিম প্রভাত আসবে কবে
শুধরাবে কে বা ধার!!