মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঘুনেপোকা করছে বাস,
মোহে মায়া সুখের গোলাপ গন্ধে বিবেকের নাশ!
চোখ আছে আছে শক্তি তবু নির্লিপ্ত তারা,
দুর্বিসহ যাতনার চিত্র দৃশ্যমান খাড়া!
কিংশুক অসাড় নির্জীব ফুল হয়ে সত্ত্বা ঢেকেছে,
ভয়ে ভয়ে কুপকাত তল্পিবাহক সেজেছে!!
মদ্দামি নাই চুড়ি পড়ে ঘরের কোণে লুকায়,
জি হুজুর জাঁহাপনা আঁতেল মন অর্থ ঢুকায়!!
লাঞ্ছিত বন চুপ অসহায় পড়ে পড়ে মার খায়,
যারা পারে তারা হারে অদৃশ্যের যেনো দায়!!
মাথা কিনে পেট কিনে স্বদম্ভে চলে অলি,
পালাবার পথ রুদ্ধ হবে প্রভু দেবে বলি...!!
মনটা পাপে-পঙ্কিলতায় আচ্ছন্ন রেখে আজ,
ঝকমকে তকতকে জীবন তোমার পড়েছো তাজ!!!
শোন হতভাগা ঋণ বাড়ছে শুধিতে হবে তা,
কর্মের ফসল ঘরে ফলে বাঁচবি না বলছি যা...!!
অনেক রক্ত জীবন যুদ্ধে এসেছিল মুক্তি,
খন্ডাতে হবে আমড়া কাঠের ঢেঁকি নাই যুক্তি!!!