-এ কে এম শহীদুল ইসলাম
বাইরের প্রভাব চিত্ত যখন
প্রজাপতির মত উড়ে,
মধু রসে বীর থাকে না
চরিত্র তার পুড়ে!
জ্যোৎস্নার স্নিগ্ধ মেঘে সূর্য
সুপ্ত দীপ্তিমান মন,
কোটি তারার মাঝে বলি
সেই সাধনার ধন!
ইন্দ্রজাল ভেদ করে যেজন
মায়া ছায়ার ভবে,
সেই তো সার্থক ধরাধামে
এমন কজন হবে?