লিখলেই কী রে হবে লেখা
ভাবের দেশে এসে, ( স্থায়ী ভাবের নয়টি ধারা)
পর্ব মাত্রার ভাষা আছে {ওগো সোনা / =পর্ব,
(চাঁদের কণা /=পর্ব)}
স্ক্রুটা গেছে খসে! ( ও~গো, মাত্রা ; সো~না, মাত্রা)
অক্ষর যেমন দুটো ভাগে
আছে ভিন্ন হয়ে, বদ্ধাক্ষর, মুক্ষাক্ষর
কাব্যের রসে মাতাল হাওয়া
চিত্ত যাবে ছুঁয়ে! বন মন শন টন=বদ্ধাক্ষর, উড়ে জুড়ে
পুড়ে =মুক্ষাক্ষর।
গন্ধ নেই গো ছন্দে জানো
দোলা দেবে মনে,
তিন প্রকারের ছন্দ আছে
জানুক জনে জনে! স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত!
কাব্যগাঁথা বলি তাকে
চিত্রণ যখন ফুটে,
শব্দালঙ্কার কাব্যের সুধা
না থাকলে সব টুটে।
উপমা, রূপকের
মনের ছবিতা সেটি
কবিতা।
জ্ঞানের সুবাস পেতে হলে
জ্ঞান-পিপাসু হতে,
শেখার রাজ্য বিস্তৃত মাঠ
আমি বলি কতে! অন্ত্যমিল খালি শেষ বাক্যে নয়
জানতে ইচ্ছেই যথেষ্ট, হবে না নয় -
ছয়