জনম ধইরা বইয়া গেলাম
একা দুঃখের ভেলা ,
দিন কেটেছে গাঙ্গে গাঙ্গে
গেছে চলে বেলা !
বিধাতা মোর আমায় বলো
প্রহর কেনো কাঁদে ,
নিত্যদিনের ছলনাতে
মনটা পড়ে ফাঁদে !!
যারে ধরি আশা নিয়ে
দাগা দিয়ে যায় রে ,
মনের মত কোথায় পাবো ,
চেনা বড় দায় রে !!!
সবুজ বরণ পাখি আমার
কল্পনাতে আঁকি ,
সান্তনাতে অহোনিশি
একলা বসে থাকি !!!
এ-কপালে কেউ জোটেনি
মনের মত করে ,
কেউ বোঝেনি গহীন ব্যথা
সবাই রইলো দূরে !!!
একা এলাম একা যাবো
দুদিন আগে পিছে ,
মায়ার ভুবন দেখে গেলাম
আসল নয় রে মিছে !!!
অবেলাতে অশ্রু ঝরে
আমার সাধের তরী ,
সুখে থাকো বলি সবাই
ভালোবেসে মরি ...