ঘরে বাইরে পথে ঘাটে
চিতা হরিণের বাস,
জুজু বুড়ির ভয়টা বুকে
এই করলো বুঝি নাশ!
বলতে হবে বেশ তো আছি
নইলে সর্বনাশ!!
চলবো কোথায় পাখা তো নেই
ঠোকর খেয়ে চলা,
শৃঙ্খলা নেই ওই রাজপথে
যায় কি সত্য বলা!
অদ্ভুত সময় হিসেব নিকেশ
সব কালো ধলা...!
বাদুর ঝুলে কলা গাছে
কা কা সুরে ডাকে,
দোয়েল শ্যামা বেতের বনে
চুপটি করে থাকে!
হায়না শেয়াল মামাত ভাই
চায় ঝাঁকে ঝাঁকে...!!