কোথায় গেছো বন্ধু আমার
কোথায় গেছো চলে ,
তোমার লাগি প্রাণটা কাঁদে
একা এ নিরালে ।

পথে আমি বসে থাকি
তোমার পানে চেয়ে ,
আজি কেনো অশ্রু ঝরে
আমার গন্ড বেয়ে ।

এই ভুবনে কতো মানুষ
আছে বসে দেখি ,
তোমায় ছাড়া আর সবাইকে
মনে হয় গো মেকি ।

দুষ্ট কথা মিষ্টি লাগে
তুমি যখন বলো ,
তোমায় বিহন অন্তর জ্বালা
আমার কী যে হলো !

বন্ধু আমার দাও গো দেখা
আমার কাছে এসে ,
কিছুই হয়নি বলো তুমি
মিষ্টি -মধুর হেসে ।

আকাশেতে মেঘ ভরেছে
কালো গেছে ছেয়ে ,
মন পবনের তরী ভাসে
ভারী বর্ষায় নেয়ে ।