ধোঁয়াশা চিত্ত খুঁড়ে গর্ত
রয় না নীরজা পথে,
নির্মল ভুলে সত্য গুলে
চলে উল্টো রথে!
পবিত্র হও ওরে মানুষ
গিবদ কর্ম ছাড়ো,
ভালোবাসো মানুষ সত্ত্বা
সুবাস জীবন গড়ো।
এখন আছি তখন ছিলাম
থাকবো না তো বলছি,
স্রষ্টার তরে পথটা ভুলে
খেয়াল খুশি চলছি!
মাটির বুকে যখন রবো
শূন্য আমি যাবো,
সম্পদ যত স্বজন আপন
সাথে নাহি পাবো...
নীরব নিথর সময়ের ফের
আসবেই দেখো আসবে,
মায়া-প্রীতি ছাড়ো সবে
গেলে ওরাই হাসবে!!
মানুষ ভিন্ন বর্ণ-ধর্মে
নিজে ভিন্ন করি,
রক্তের বাঁধন আত্মার স্বজন
এসো হাতটি ধরি।
স্রষ্টা জেনো ওই একজনই
সবই জানেন তিনি,
জীবন যাপন সব কিছুরই
নিয়ন্ত্রকই যিনি!