মধুমালার দেশে বঞ্চিতদের হাহাকার বৈষম্যের বুকফাটা আর্তনাদ, একাত্তরে জেগেছিল!
দুখিনী মায়ের বিলাপ, ক্ষুধার্ত মানুষের চিৎকার - এনেছিল ঐক্যতা!
শাসকের রক্তচক্ষু, শোষণ হুঙ্কারে পদদলিত মানবতা - সংঘবদ্ধ একতা সেদিন দাঁতভাঙ্গা জবাব দিয়ে লাল সবুজের পতাকা অর্জন করেছিল - এসবই চাক্ষুস দেখা!!
সামরিক জান্তা আয়ুব খান, সামরিক শক্তির কী লজ্জাজনক পরিণতি, ভুলে কী গেছি!
ইতিহাসে চেঙ্গিস খান, হালাকু, হিটলার আরও কত নমরূদ, ফেরাউন - তো দৃষ্টান্ত!
দেশে - বিদেশে লুটেরা প্রভু, আগ্রাসী শক্তিধর যারা নিত্য শোষণ করে, সাধারণের রক্ত, সম্পদ, অধিকার!
ক্ষমা নেই, পালাবার পথ নেই...!
বাতাসে ভেসে যাচ্ছে শুকনো কান্না, বেদনাবিধূর আবীরে ছেয়ে আছে সমীরণ!
শিশু হত্যা, নারী হত্যা - আহা মানবতা আজ কোথায়?
জাগবে কে, বলবে কে, শোষিত বঞ্চিত হতভাগা মানুষের কথা!!
এরা মরবে,যুদ্ধ যুদ্ধ খেলা নামক মরণ কামড়ে, এটাই বেঁধে দেয়া দৈব নিয়তির অমোঘ বিধান!!
কুন্ঠিত হই, লজ্জিত হই - ওই শয়তানের অট্রহাসি দর্শনে, শোষণে, লুটতরাজে!!
চোখে ঘৃনার অস্ত্র, মনে বারুদ নিয়ে বসে থাকা ছাড়া কি বা করার আছে!
পৃথিবীকে আজ বড়োই শুষ্ক লাগে, প্রাণে যে সৌগন্ধ্য সৌন্দর্য, আলো, কোমল তরুণতা - দিনকে দিন ম্লান হচ্ছে, দৃশ্যমান হায়না চিত্রকের প্রফুল্লতায়!!