আমার আকাশ মেঘলায় ভরা
চিরহরিত্ ডুবছে ,
চরম দশায় সকালের ফুল
অকালেতে মরছে ।
হাহাকারে বাতাস কাঁপে
থরথর করে মাটি ,
লোহার গড়া ধান্ধাবাজরা
খুঁজে পাই না খাঁটি !
কোন জায়গাতে সুবাস মেলে
পাঁদরি পোকার গন্ধ ,
আখের গোছায় ব্যস্ত সবে
সত্যমিথ্যার দ্বন্দ্ব !
কোন্ হাওয়াতে ভাসছে সবাই
নিজকে হত্যা করে ,
রন্ধ্র রন্ধ্রে পচন দেখি
তাই তো অশ্রু ঝরে ।
রুদ্ধ সমীর কালবৈশাখী
দুলছে সবুজ সোনা ,
হে বিধাতা রহম করো
ফুটুক হাসনাহেনা ।