একটা সময় সবুজ ছিলো সবুজ ছিলো হাসি,
বিনে সুঁতোয় বাঁধা ছিলো
রাম রহিমের খাসি!
খাসি এখন পাঁঠাও হলো
নানান ভেদে থাকে,
দেখতে যা হোক বিচিত্র মন
অন্তরে বিষ রাখে।
সুনীল আকাশ মেঘে ঢাকা
চেনা বড়োই কষ্ট,
নির্মল সমীর খুজবে কোথায়
কার্বন ধোঁয়ায় ভ্রষ্ট!
আলো দিবে মোমের বাতি
ধুপ ছড়াবে গন্ধ,
পাল্টে গেছে জীবন ধারা
চেনাও মুস্কিল মন্দ!!
মায়া-প্রীতি সম্প্রীতি সব
ভন্ড পীরের বুলি,
ইস্পাত কঠিন ঐক্যে চলি
এসবও আজ ধুলি!!!
ফুল ফোটে না সোনা রোদে
বিষে ভরা মাটি,
আহা কী না দিনটা ছিলো
মানুষ মানেই খাঁটি!
কবে আসবে মুক্তি মাগো
ভাসবো চোখের জলে,
সবুজ শ্যামল ভালবাসার
বিলে শাপলা ফলে!!
।
-আমি একটু অসুস্থ। অপারেশন সপ্তাহ পরে। সবার দোয়া চাই। সুস্থ্যতা লাভ করলেই ইনশাআল্লাহ্ নিয়মিত হবো। সবার জন্য অন্তরের ভালবাসা রেখে গেলাম ।৮/১২/২০২০খ্রীষ্টাব্দ ।