নীরব নিশি বাতায়নেরপাশে
আঁখি দুটি খোঁঁজে শুধু ,.
বকুল সুবাস সব-ই আছে কাছে
তবু মরুভূমি ধু-ধু !
প্রাণেরও শব সবুজ বনের মাঝে
হেঁটে বেড়ায় একা একা ,
নৈঃশব্দের সুর চারপাশ জুড়ে থাকে
জীবন মানেই শুধু ধোকা !!
সময়ের সব ধারাপাতে দেখি
পূর্ণ সব-ই শূন্যের ঘরে ,
সুপ্ত ব্যথা মেঘের মতো ভাসে
প্রায় প্রতিটি সাদা নীড়ে ।